Khoborerchokh logo

২৬ মার্চ মঞ্চ সিনেমা ফানুসের প্রথম প্রর্দশনী 636 0

Khoborerchokh logo

২৬ মার্চ মঞ্চ সিনেমা ফানুসের প্রথম প্রর্দশনী

সমসাময়িক সমস্যা ও সম্ভাবনা আর বাস্তবতা নিয়ে কাজ করেন কিছু মানুষ। সমাজ সংস্কারক, নির্দেশক, চিত্রশিল্পী ও লেখক পরিচয়ের সবাই এখানে শিল্পী। তাদের চিন্তাকে মানুষের কাছে পৌঁছানোর সব ধরনের চেষ্টা করেন। এই মাসের ২৬ তারিখে ফ্রাইডে থিয়েটার ফানুসের প্রথম প্রদশনী অনুষ্ঠিত হবে।  বাংলাদেশ মহিলা সমিতি বেইলি রোডে বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে, ২য় প্রদশনী সন্ধ্যা ৭ টা,২৭ তারিখে ৩য় প্রদশনী  নাট মন্ডল ঢাকা বিশ্ববিদ্যালয় বিকেল ৪ টা, ৪থ প্রদশনী সন্ধ্যা ৭ টা, ২৮ তারিখে  ৫ম প্রদশনী নাট মন্ডল ঢাকা বিশ্ববিদ্যালয় বিকেল ৪ টায়, ৬ষ্ঠ প্রদশনী সন্ধ্যা ৭ টা,২৯ তারিখে ৭ম প্রদশনী  নাট মন্ডল ঢাকা বিশ্ববিদ্যালয় বিকেল ৪ টায়, ৮ম প্রদশনী সন্ধ্যা ৭ টা এবং ৩০ তারিখে ৯ম প্রদশনী বাংলাদেশ মহিলা সমিতি বেইলি রোডে বিকেল সন্ধ্যা ৭ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ফানুসের পরিচালক নিকুল কুমার মন্ডল। এমন অনেক চিন্তার সমাহার নিয়ে  মঞ্চে আসবে ‘ফানুস’। মঞ্চ সিনেমাটির রচনা, সংলাপ, চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনা করেছেন নিকুল কুমার ম-ল।  ‘ফানুস’ মঞ্চ-সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চৈতী চক্রবর্তী। আরও আছেন তারেক, পাইলট,রাব্বি, সাকিব, আলি নূর, আপন, শাওন, কাউছার, সোহান, সাগর, রাহাত, জাহিদ, সাগর রেইন, ইতিশা, জীবন, আহমেদ জীবন, এলিন, জুয়েল, মনিরা, হাসিব, রাজুসহ আরও অনেকে। সংগীত পরিচালনা করেছেন শান স্বপন, পোশাকে আছেন ফারজানা এনি, আলোকসজ্জায় তানজিল, রূপসজ্জায় তন্ময়, প্রজেকশনে মোহাম্মদ সাগর, প্রকাশনায় বিজয় খান হাসু, মঞ্চ-ব্যবস্থাপনায় সজীব ও প্রযোজনায় ফ্রাইডে থিয়েটার।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com